রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ৮ জনের লাশ উদ্ধার

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ১১:৫৯ এএম
রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ৮ জনের লাশ উদ্ধার

কক্সবাজার: জেলার টেকনাফে আবারো রোহিঙ্গাবাহী নৌকা ডুবি হয়েছে। এ ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয়রা। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২১ জনকে। নিখোঁজ রয়েছেন আরো অনেক।

রোববার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্টে এ নৌকাডুবি হয়।

কোস্টগার্ড জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে বুজিতং এলাকা থেকে নৌকায় বাংলাদেশে পালিয়ে আসছিলো রোহিঙ্গাবহনকারী একটি নৌকা। অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

এ সময় সাঁতরে ২১ জন তীরে উঠলেও আট জনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও স্থানীয়রা। মৃত আট জনের মধ্যে ৪জন নারী ও ৪ জন শিশু। গত ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত ২৬টি নৌকাডুবির ঘটনায় ১শ ৫৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!