আমাকে মেরে তুমি কি মুক্তি পেলে!

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৭:৩৮ পিএম
আমাকে মেরে তুমি কি মুক্তি পেলে!

যশোর: যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী রফিকুল ইসলামের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন।

রফিকুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন। তিনি জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের শহীদ আলীর ছেলে।

আদালতের পিপি ইদ্রিস আলী বলেন, ২০০৭ সালে এক লাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে স্ত্রী নাজমাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন রফিকুল। পরে লাশ ঝুঁলিয়ে রেখে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রচার চালান।

এ ঘটনায় নাজমার বাবা বাদী হয়ে রফিকুলের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে।

১০ বছরের বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মঙ্গলবার (১৭ অক্টোবর) এ রায় ঘোষণা করেন। এছাড়া এক লাখ টাকা জরিমানাও করা হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!