বরিশালে দিপাবলী উৎসবে জনতার ঢল

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ১০:০৫ পিএম
বরিশালে দিপাবলী উৎসবে জনতার ঢল

বরিশাল: উপমহাদেশের ঐতিহ্যবাহী দিপাবলী উৎসব উপলক্ষে বরিশাল নগরীর কাউনিয়ার মহাশ্মশান এবং নতুন বাজারের আদি শ্মশানে ঢল নেমেছিল হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ উৎসবে প্রয়াত’র সমাধিতে দ্বীপ জ্বেলে শ্রদ্ধা নিবেদন করেন স্বজনরা। এসময় অনেক স্বজনরা সমাধিতে বিলাপ করে।

দিপাবলী উৎসবের এ রেওয়াজ চলছে প্রায় দেড়শ’ বছর ধরে। ফুল ও আলোক বাতিসহ নানা উপকরণে সাজানো হয় স্বজনদের সমাধি। স্বজনদের আত্মার শান্তি কামনা এবং স্মৃতির্পণ চলে গভীর রাত পর্যন্ত।

প্রতি বছর চর্তুদশীর পূণ্য তিথিতে এ উৎসবের আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও এ দিপাবলী উৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে এসেছেন হাজারো মানুষ। দিপাবলীকে ঘিরে মহাশ্মশান এলাকায় মেলা বসেছিলো।

বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির সভাপতি মানিক মুখার্জি জানান, গতকাল ভূত চতুর্দশীপহৃণ্য তিথিতে দিপাবলী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এজন্য আইনশৃংখলা বাহিনী দুটি শ্মশান এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা বেস্টনী তৈরি করে। এ মহাশ্মশানে ভারত থেকে ৪ বছর আগে নিয়ে আসা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অশ্বিনী কুমার দত্তের চিতাভস্ম।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!