সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

  • জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৭, ০৫:০৫ পিএম
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

কুড়িগ্রাম: ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু মানুষকে নির্যাতন, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, নারী নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ছাত্র ঐক্যপরিষদের মানব বন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারস্থ শাপলা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি এস এম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার প্রমুখ।

বক্তারা সারাদেশে সকল ধর্মের মানুষের সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত ১০ নভেম্বর ঠাকুরপাড়া গ্রামে কয়েক হাজার মানুষের মিছিল থেকে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!