বাল্যবিয়ে প্রতিরোধ সভায় বক্তারা

নোটারি পাবলিকের বিয়ে বৈধ নয়

  • বরিশাল ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৭, ০৯:০৪ পিএম
নোটারি পাবলিকের বিয়ে বৈধ নয়

প্রতীকী ছবি

বরিশাল: নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না। আইনী স্বীকৃতি পেতে হলে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কাজীর (বিবাহ নিবন্ধক) মাধ্যমে বিয়ে নিবন্ধন করতে হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে “বাল্যবিয়ে প্রতিরোধ করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় এই অভিমত দেন বক্তারা।

গার্লস নট  ব্রাইটস জোট বরিশাল এর আয়োজনে এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধকরণ প্রকল্পের সহযোগিতায় এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় দূর্গম এলাকায় বাল্যবিয়ে বন্ধের জন্য স্থানীয় ইউপি সদস্যকে প্রধান করে ৫ সদস্যর কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবুল কালাম আজাদ মতবিনিময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় উপ পরিচালক মোর্তজা রেজা হারুন, বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!