কক্সবাজারে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৭, ০৭:০২ পিএম
কক্সবাজারে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কক্সবাজারের এএসপি (ডিএসবি) শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির দুটি টুকরা দুই জায়গায় পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি লম্বা গোনা এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, ইয়াক-৮ মডেলের প্রশিক্ষণ বিমানটি ঘণ্টা খানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল। পরে বিধ্বস্ত হয়। তবে পাইলটের ব্যাপারে বিস্তারিত জানেন না বলে জানান রেজাউল করিম শাম্মী।

সোনালীনিউজ/জেএ

Link copied!