নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ইসির

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৫:৫৪ পিএম
নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ইসির

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি), এখানে আওয়ামী লীগ বা অন্য কারোর কিছু করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সরকার নির্বাচন বন্ধ করতে চাই মির্জা ফকরুলের এমন মন্তব্যে পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই রিটকারীর একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এর পরে বিএনপি কিভাবে দাবি করেন যে সরকার নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে।

তিনি বলেন, বিএনপি করা রিটের কারণে যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, সেই দায়ে বিএনপিকে অভিযুক্ত করা উচিৎ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!