রংপুরে বিরল রোগে আক্রান্ত ৩ জন ঢামেকে ভর্তি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০১৬, ১০:২৮ পিএম
রংপুরে বিরল রোগে আক্রান্ত ৩ জন ঢামেকে ভর্তি

রংপুর প্রতিনিধি

রংপুরে বিরল রোগে একই পরিবারের তিনজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তরা হলেন বাছেত আলী (৫৫), তার ছোট ভাই তাজুল ইসলাম (৪০) ও তাজুলের ছেলে রুহুল আমিন (৮)। আজ বুধবার বিকেলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনেরই বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার আবদুল্লাহপুর গ্রামে।

এ ব্যাপারে বাছেত বলেন, জন্মের পর থেকেই আমাদের হাত-পায়ে এ রোগ দেখা দেয়। ২ বছর আগে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি হই। ডাক্তার হাঁটুর নিচ থেকে দুই পা কেটে ফেলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এক সময় কাটা পায়ে এবং হাতে শিকড় আরো বাড়তে থাকে। একই অবস্থা অন্যদেরও। অনেক ডাক্তারের কাছে গেছি। হোমিওপ্যাথি ওষুধও খেয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। শেষমেষ এই হাসপাতালে একই রোগে আক্রান্ত আরেক ব্যক্তির অপারেশনের কথা শুনে আমরা ঢাকায় আসার পরিকল্পনা করি।

ওই তিন ব্যক্তির হাত-পায়ের আঙুলের সঙ্গে শিকড়ের মতো মাংসপিন্ড- গজিয়ে উঠেছে। এতে তাদের খাওয়া-দাওয়াসহ সব ধরনের কাজ করতে অসুবিধা হয়। তাই তারা ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করেন।


সোনালীনিউজ/ঢাকা/মে
 

Link copied!