বেওয়ারিশ হিসেবেই দাফন হলো বৃদ্ধের লাশ

  • ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৮:২৯ পিএম
বেওয়ারিশ হিসেবেই দাফন হলো বৃদ্ধের লাশ

প্রতীকী ছবি

নড়াইল : ওয়ারিশ (দাবিদার) নেই, তাই বেওয়ারিশ হিসাবে দাফন হলো সড়ক দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধের লাশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুলতান খান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ নড়াইলের ছোট কালিয়া কবরস্থানে দাফন করা হয়েছে।

সুলতান খানের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার জুবাই গ্রামে। শুক্রবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর মাদরাসার সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সুলতান খান নিহত হন।

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, বাগেরহাটে তারবার্তা পাঠানোর পর জানানো হয়েছে, সুলতান খানের পরিবার এখন খুলনায় থাকেন। সেখানেও আমরা খবর পাঠিয়েছি। তবে, আপাতত কোনো ওয়ারিশ (দাবিদার) না পাওয়ায় সুলতান খানের লাশের ময়নাতদন্ত শেষে ছোট কালিয়া কবরস্থানে দাফন করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!