শাকিবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার আদেশ

  • হবিগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০১৮, ০৫:২৩ পিএম
শাকিবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার আদেশ

হবিগঞ্জ: নায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন ১৪ মার্চের মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৬ মার্চ ) দুপুরে হবিগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক শম্পা জাহান এ আদেশ দেন।

গত বছর মুক্তি পাওয়া রাজনীতি চলচ্চিত্রে শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মোবাইল নম্বর দেন। সেটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রী ইজাজুল মিয়ার নম্বরের সঙ্গে মিলে যায়। এরপর থেকেই শাকিব ভক্তদের ফোনে অতিষ্ঠ হয়ে পড়েন ইজাজ।

এ ঘটনায় গেল বছরের ২৯ অক্টোবর রাজনীতি ছবির নায়ক শাকিব খান, পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণসহ মানহানির মামলা করেন ইজাজ।

এই মামলায় ৪ দফা সময় বাড়ানোর পরও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায়, গোয়েন্দা পুলিশকে ১৪ মার্চের মধ্যে তা দেয়ার নির্দেশ দেয় আদালত।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম

Link copied!