নানা কর্মসূচির মধ্য ‍দিয়ে ময়মনসিংহে নারী দিবস পালিত

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০১৮, ০৪:৪২ পিএম
নানা কর্মসূচির মধ্য ‍দিয়ে ময়মনসিংহে নারী দিবস পালিত

ময়মনসিংহ : ‘সময় এখন নারীর : উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন ধারা’ এই শ্লোগানে ময়মনসিংহে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের পত্নী আয়েশা নারগিস। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় টাউন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!