সুন্দরগঞ্জে জাপা’র এমপি হওয়ায় লালমনিরহাটে মিষ্টি বিতরণ

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০১৮, ১০:৫৮ এএম
সুন্দরগঞ্জে জাপা’র এমপি হওয়ায় লালমনিরহাটে মিষ্টি বিতরণ

লালমনিরহাট: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি নির্বাচিত হওয়ায় লালমনিরহাটে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় বাস টার্মিনালে লালমনিরহাট জেলা মটোর শ্রমিক পার্টি এ মিষ্টি বিতরণ করে।

লালমনিরহাট জেলা মটোর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় মটোর শ্রমিক পার্টির প্রচার সম্পাদক আছির উদ্দিনের ব্যক্তি উদ্যোগে জেলা মটোর শ্রমিক পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হযরত আলীকে মিষ্টি মুখের সূচনা করেন। 

পরে সেখানে কয়েক শত মানুষকে মিষ্টি খাইয়ে জেলা মটোর শ্রমিক পার্টির নেতা কর্মীরা আনন্দ উল্লাস করেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা মটোর শ্রমিক পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা যুব সংহতির আহবায়ক গোলাম মোস্তফামহ মটর শ্রমিক পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা মটোর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আছির উদ্দিন বলেন, এ দেশে জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে কি না সুন্দরগঞ্জ উপ নির্বাচনে জনগন তা বুঝিয়ে দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থীরা এই জয়ের ধারা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ।

উল্লেখ্য, সুন্দরগঞ্জে দ্বিতীয় মেয়াদে এই উপ-নির্বাচনে ১০৯টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট।

এছাড়া গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) পেয়েছেন ৭১৭ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) পেয়েছেন ৪১৩ ভোট। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!