সাদীপুর সীমান্তে দুই কেজি স্বর্ণ জব্দ

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ০৮:৪৮ পিএম
সাদীপুর সীমান্তে দুই কেজি স্বর্ণ জব্দ

ফাইল ফটো

যশোর: ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে দুই কেজি ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি)।

বুধবার (২১ মার্চ) সকালে স্বর্ণের ওই বারগুলো জব্দ করে। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সাদীপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় ২০টি স্বর্ণের বার জব্দ করে। এছাড়া বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোনা পাচারকারী।

জব্দ করা স্বর্ণের ওজন ২ কেজি যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। স্বর্ণগুলো বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!