অপরিকল্পিত ব্রিজ নির্মাণে বন্ধ হওয়ার পথে লালমোহন লঞ্চঘাট

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০১৮, ০৪:৩২ পিএম
অপরিকল্পিত ব্রিজ নির্মাণে বন্ধ হওয়ার পথে লালমোহন লঞ্চঘাট

ভোলা : জেলার লালমোহন বন্ধ হওয়ার পথে লঞ্চঘাট লালমোহন খালের ফরাজগঞ্জ অংশে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত ব্রিজ নির্মাণের ফলে ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক লঞ্চঘাটটি চিরতরে বন্ধ হয়ে যেতে বসেছে।

কমপক্ষে ৩৩ ফুটের অধিক উচ্চতা সম্পন্ন ব্রিজ নির্মাণ না করলে ঢাকা-লালমোহন রুটের লঞ্চগুলো চলাচল করতে পারবে না। বর্তমান ব্রিজটি ২৮ ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। ব্রিজের কাজ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় কাজ শুরু হওয়ার কারণে ইতিমধ্যে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।

লঞ্চঘাটটি বন্ধ হয়ে গেলে লালমোহন বাজারের ব্যবসায়ীরা মারাত্মক ব্যবসায়িক ঝুঁকিতে পতিত হবে। বন্ধ হয়ে যাবে পৌরসভার অন্যতম আয়ের উৎস।

স্থানীয় ব্যবসায়ীরা ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে ব্রিজের বিষয়টি জানালে তিনি সাময়িকভাবে ব্রিজের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!