শিশু হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

  • বরিশাল ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০১৮, ০৮:২৯ পিএম
শিশু হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল : রিকশা চালকের সন্তান সাথী ও সিমা হত্যা এবং ধর্ষণের বিচার দাবিতে বরিশাল নগরীতে রোববার (২৫ মার্চ) বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

বেলা সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এক সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা সভাপতি  রুস্তুম আলী হাওলাদার। কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বাবুল তালুকদার, শাজাহান মিস্ত্রি, শহিদুল ইসলাম, বদরুদ্দোজা সৈকত প্রমুখ।

সমাবেশে বক্তরা নগরীতে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার সহ নাগরকিদের নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, সারা দেশে অব্যাহতভাবে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচারের অভাব, আইনি প্রক্রিয়ার ধীরগতির কারণে  অপরাধীর পার পেয়ে যাচ্ছে। ফলে দিন দিন ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে এই অবক্ষয়। বক্তারা অবিলম্বে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!