সেই ঘুষখোর শিক্ষা কর্মকর্তা রিমান্ডে

  • রংপুর ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৮, ০৪:৩৪ পিএম
সেই ঘুষখোর শিক্ষা কর্মকর্তা রিমান্ডে

রংপুর: এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলির আশ্বাস দিয়ে শিক্ষকের কাছ থেকে ঘুষ নেয়ার সময় আটক হওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) সিরাজুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড মঞ্জুর করে। এরআগে ডিডি সিরাজুল ইসলামের ৫ দিনের রিমান্ড চায় দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার।  আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত ৯ এপ্রিল ঘুষ নেয়ার অভিযোগে দুদকের হাতে আটক ডিডিকে ঘটনার পর পরই শিক্ষা অধিদপ্তর তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক সিরাজুল ইসলাম ঠাকুরগাঁওয়ের শারমিন আক্তার নামে এক স্কুল শিক্ষিকাকে অন্য বিদ্যালয়ে বদলির আশ্বাস দিয়ে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে ডেকে নেয়। ওই সময় ৬০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারের পরপরই সিরাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। এর পরপরই তাকে সাময়িক বরখাস্ত করে শিক্ষা অধিদপ্তর।

রংপুর দুদুকের উপ পরিচালক মোজাহার আলী জানান, আটক রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক সিরাজুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এসব কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!