ছাগলে ধান খাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা!

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০১৮, ০৯:৪৮ পিএম
ছাগলে ধান খাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা!

নিহত বৃদ্ধা (ডানে), ঘাতক মেহের আলী (বামে)

বগুড়া:  জেলার ধুনটে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে জায়দা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশি।

রোববার (২০ মে) বেলা ১১টায় উপজেলার চিকাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মেহের আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী জানান, রোববার বেলা ১১টার দিকে চিকাশী গ্রামের ইউসুফ আলীর ছেলে মেহের আলী তার জমির ধান কেটে বাড়ির উঠানে মাড়াই করছিল। এসময় প্রতিবেশি জায়দা বেওয়ার একটি ছাগল মেহের আলীর ধান খেতে থাকে। এতে মেহের আলী ক্ষিপ্ত হয়ে ওই ছাগলটিকে পিটিয়ে পা ভেঙে দেয়। এ বিষয়ে ছাগলটির মালিক জায়দা বেওয়া প্রতিবাদ করলে মেহের আলী তাকেও লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ওসি খান মো. এরফান বলেন, এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত মেহের আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মেহের আলী হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!