দাউদকান্দিতে ভুয়া চিকিৎসকে জরিমানা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০১৬, ০৫:১২ পিএম
দাউদকান্দিতে ভুয়া চিকিৎসকে জরিমানা

দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও তার সহকর্মীকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

এ বিষয়ে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকচী জানান, গৌরীপুর বাজারের সরকারি কোন সনদ অর্জন না করে ডা. ইকবাল হোসেন পদবি  ব্যবহার করে দীর্ঘ দিন ধরে সাধারণ রোগীকে ধোঁকা দিয়ে আসছিলেন। তার সহকর্মী মো. ফারুখ আহম্মেদ তাকে সহযোগিতা করতেন। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

এ সময় ভুয়া চিকিৎসক ইকবাল হোসেন ও তার সহকর্মীকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান ইকবাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও তার সহকর্মীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কুমিল্লা জেল হাজতে পাঠান।

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Link copied!