মুজিব কোট নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৫:৩৩ পিএম
মুজিব কোট নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

বরগুনা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় সোহাগ বিশ্বাস (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ জুলঅই) রাত সাড়ে ৮টার দিকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ জুলাই) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোহাগকে জেলে পাঠানো হয়েছে।

সোহাগ আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হোটেল ব্যবসায়ী খলিলুর রহমান বিশ্বাসের ছেলে।

আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, সোহাগ বিশ্বাস তার নিজ আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘মুজিব কোট’ নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

তিনি আরো জানান, পরে মুজিব কোট নিয়ে কটূক্তি করার অপরাধে সোহাগ বিশ্বাসকে আমতলীর আল হেলাল মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবক নিজেকে স্থানীয় পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। বৃহস্পতিবার (১২ জুলাই) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোহাগকে আদালতে হাজির করা হলে  বিচারক হুমায়ূন কবির তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!