ঝালকাঠিতে কারেন্টজাল জব্দ, জরিমানা আদায়

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৮, ০৬:৫৩ পিএম
ঝালকাঠিতে কারেন্টজাল জব্দ, জরিমানা আদায়

ঝালকাঠি : ঝালকাঠিতে এক হাজার মিটার কারেন্টজাল জব্দ করে তা পুড়িয়ে দেয়া হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে শনিবার (২১ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অবৈধ জাল আটক করে।

শনিবার সকালে শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা রূপা আদালত পরিচালনা করেন। এরই অংশ হিসেবে পূর্ব চাঁদকাঠি এলাকার ওমর ফারুক এর জলের দোকানে অভিযান করে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে দোকানি ওমর ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ১ হাজার মিটার জাল পূর্ব চাঁদকাঠি এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনম মুশফিকুস সালেহীন, পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!