বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা, থানায় মামলা

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৮, ০৭:১৭ পিএম
বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা, থানায় মামলা

প্রতীকী ছবি

ঝালকাঠি : অভাবের সুযোগ নিয়ে শহরের একটি গরিব পরিবারের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তঃসত্ত্বা করার পরও বিয়ে করতে রাজি না হওয়ায় এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে।

মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় সোমবার ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেছেন। অভিযুক্ত রবিউল ইসলাম শহরের গুরুধাম এলাকার মোবারক হোসেনের ছেলে। তবে সে এখন পলাতক রয়েছে। ভিকটিম রবিউলদের ঘরের ভাড়াটিয়া। মেয়েটির মা বাসা বাড়িতে কাজ করেন এবং বাবা রিকশা চালক।

মামলায় বলা হয়েছে, দারিদ্রতার সুযোগ নিয়ে ২০১৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৮ সালের ৬ আগস্ট পর্যন্ত রবিউল বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এর মধ্যে মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় বিয়ের কথা বললে রবিউল তা অস্বীকার করে পালিয়ে যায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!