বালুর স্তুপে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৮, ০৫:৫৩ পিএম
বালুর স্তুপে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: পুকুর পাড়ের বালুর স্তুপে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে  সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- মহাদেবপুরের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) এবং জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি পুকুর পাড়ের বালুর স্তুপে খেলতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়। স্বজনদের ধারণা, একটি শিশু পানিতে পড়ে গেলে অপর দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!