ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

  • এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৮, ০৩:০৮ পিএম
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

ঠাকুরগাঁও: ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।

নানা আয়োজনের মধ্যে দিয়ে শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের মাদগীপাড়া শিশু শিক্ষা কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ঠাকুরগাঁও কাথলিক মিশনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রায় ২ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

পরে ঠাকুরগাঁও কাথলিক মিশন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও কাথলিক মিশনের সহকারী ফাদার আশিষ রুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মিষ্টার উজ্জ্বল মিন্জ, ঠাকুরগাঁও কাথলিক মিশনের শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক সিস্টার সালমী তপ্ন, সদর উপজেলা শিক্ষা সুপারভাইজার অভিজিৎ দেবশর্ম্মা প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!