অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

  • শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ০২:৫০ পিএম
অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

বাগেরহাট : জেলার শরণখোলায় অপহৃত ৯ম শ্রেণির স্কুলছাত্রী (১৫) অপহরণের ১১ দিন পরে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে থানায় মামলা দায়ের হওয়ার পর ঘটনায় মূল আসামি রনি (১৯) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ৩০ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে উপজেলার উত্তর রাজাপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে উত্তর রাজাপুরের নিজ বাড়ি থেকে ওই ছাত্রী রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যাবার পথে একই গ্রামের সুলতান ফরাজীর ছেলে রনি ফরাজীর নেতৃত্বে ৬ অপহরণকারী তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়।

গোপন সূত্রে খবর পেয়ে এসআই আবুল বাশারে নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকরী রনি ও ভিকটিমকে উদ্ধার করে।  

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় রনিসহ ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!