নিখোঁজ লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৮, ০৫:২৪ পিএম
নিখোঁজ লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: জেলার ধলেশ্বরী নদীতে নিখোঁজ লঞ্চযাত্রী খোরশেদ বেপারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হাটলক্ষ্মীগঞ্জ বেড়িবাঁধ এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানায়, ঘটনা ঘটার পর থেকেই উদ্ধার কার্যক্রম চালাচ্ছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেলে বেড়িবাঁধ এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের স্বজনরা তার মরদেহ শনাক্ত করে।

তিনিন বলেন, মঙ্গলবার (১৬ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারিণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। এ বিষয়ে মুন্সীগঞ্জ থানায় দুর্ঘটনার মামলা দায়ের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ অক্টোবর) মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে বাল্কহেড ও লঞ্চ এর সংঘর্ষে খোরশেদ বেপারী পানিতে পড়ে নিখোঁজ হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ অংশে বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে হিরাশিকো -১ লঞ্চ থেকে পরে গিয়ে নিখোঁজ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী যাত্রীরা। নিহত খোরশেদ বেপারী শহরের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!