বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

  • এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৮, ১২:২৪ পিএম
বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ অক্টোবর) ভোর আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রব্বানী (২৫)। তিনি বালিয়াডাঙ্গী  উপজেলার তারাঞ্জুবাড়ি গ্রামের পশিরউদ্দিন পশিরের পুত্র।

রাতে রব্বানীসহ ৭/৮জন গরু আনতে কান্তিভিটা সীমান্তের ৩৮৫/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সীমান্তের আনুমানিক ৫০০ গজ ওপার ভারতের হাটখালা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য কর গুলি করে। এতে রব্বানী নিহত হন। অন্যান্য সঙ্গীরা পালিয়ে চলে আসে।

বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নর অধিনায়ক ল. কর্নেল তুহিন মো. মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঘটনা শুনেছেন। এব্যাপারে তিনি আরো অনুসন্ধান করছেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!