উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৮, ০৭:৪৩ পিএম
উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : ১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১২ নভেম্বর) বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি শ্যামল সরকার, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, আইনজীবী আক্কাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নারী নেত্রী ইসরাত জাহান সোনালী ও সাংবাদিক কে এম সবুজ।

বক্তারা ৭০-এর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের বয়াল স্মৃতি তুলে ধরে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান সরকারের কাছে।

ঝালকাঠি প্রেস ক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। এতে সহযোগিতা করে সূর্যালোক ট্রাস্ট, শুভসংঘ ও দূরন্ত ফাউন্ডেশন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!