নানাবাড়ি থেকে ফেরা হলো না তাজেলের

  • শেরপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০১৯, ০৯:০৮ পিএম
নানাবাড়ি থেকে ফেরা হলো না তাজেলের

প্রতীকী ছবি

শেরপুর: শেরপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার আমতলা এলাকায় মাইক্রোবাসের চাপায় তাজেল মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন।

শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজেল মিয়া সদর উপজেলার ছনকান্দা মিয়াবাড়ী গ্রামের দুদু মিয়ার ছেলে। সে শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার তার পরীক্ষা শেষ হয়।

আহতরা হলেন- একই এলাকার রাসেল মিয়া (১৬) ও পাভেল মিয়া (১৫)। তাদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসএসসি পরীক্ষা শেষ হওয়ায় মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ নকলার চন্দ্রকোনা এলাকায় নানাবাড়ি বেড়াতে গিয়েছিল তাজেল মিয়া। শুক্রবার দুপুরে নানার বাড়ি থেকে ফেরার পথে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের আমতলা এলাকায় নকলার দিক থেকে আসা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘষ হয়।

এতে মোটরসাইকেল চালক তাজেল মিয়া ঘটনাস্থলেই নিহত ও অপর দুই বন্ধু আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেলপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!