এক ঘণ্টায় তিন কেন্দ্রে ১০০ ভোট!

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ০৩:১৯ পিএম
এক ঘণ্টায় তিন কেন্দ্রে ১০০ ভোট!

গাজীপুর : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাজীপুরে চার উপজেলায় রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটাদের উপস্থিতি ছিল একেবারেই কম।

গাজীপুরের শ্রীপুর উপজেলার নির্বাচনে প্রহলাদপুর ইউনিয়নে রোববার সকাল ৮টা থকে ৯টা পর্যন্ত তিনটি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে ৬ হাজার ১৫১ জন ভোটারের মধ্যে মাত্র ১০০ ভোট কাস্ট হয়েছে। সকাল সাড়ে ৮টায় মারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৬০ জন। এ কেন্দ্রে আধা ঘণ্টায় ভোট পড়েছে ২টি।

নানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫৯৩ জন ভোটারের মধ্যে পৌনে এক ঘণ্টায় ভোট পড়েছে ৭৩টি। ওই কেন্দ্রের প্রিসাডিং অফিসার নূরুল ইসলাম জানান, পৌনে এক ঘণ্টায় মাত্র একজন নারী ভোট দিয়েছেন।

এ ছাড়া প্রহলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় গিয়ে দেখা গেছে, এক ঘণ্টায় এ কেন্দ্রে ভোট পড়েছে ২৫টি। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৯৮টি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আ. মান্নান জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে পারে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!