পছন্দের লেহেঙ্গা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৮:৪৮ পিএম
পছন্দের লেহেঙ্গা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

ফাইল ছবি

বরিশাল: এগিয়ে আসছে ঈদ। সেই খুশিতে কিশোর-কিশারীদের চোখে ঘুম নেই। পছন্দের জামা পরে সারাদিন ঘুরে বেড়ানো, হৈ হুল্লোর করে ঈদের দিন কাটানোর স্বপ্নে বিভোর। কিন্তু সেই আনন্দ থেকে বঞ্চিত হলেন স্কুলছাত্রী সোহানা আক্তার। পছন্দের লেহেঙ্গা কিনে না দেয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে চৌদ্দ বছরের এই কিশোরী। বরিশালের  গৌরনদী উপজেলার হাপানীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সোহানা উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শেণির ছাত্রী ও হাপানীয়া গ্রামের শাহীন হাওলাদারের মেয়ে। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, শনিবার সকালে সোহানার মা শিউলী বেগম ঈদের কেনাকাটা করার জন্য গৌরনদী বন্দরে যান। এ সময় সোহানা একটি লেহেঙ্গা পছন্দ করে। কিন্তু সোহানার মা ওই ড্রেস কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।

সোহানা পছন্দের ড্রেস না পেয়ে অভিমান করে বাড়ি ফিরে বসতঘরে পেছনের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি ছরোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!