হাইকোর্টের সব গেট বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৩:২৭ পিএম
হাইকোর্টের সব গেট বন্ধ

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে হাইকোর্টের সামনে বিএনপির মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এ সময় নেতাকর্মীরা গাড়ি-ভাঙচুর করে। এর ফলে নিরাপত্তার স্বার্থে হাইকোর্টে প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এরপরই উচ্চ আদালতের সব গেট বন্ধ করে দেয়া হয়।

আর হাইকোর্ট স্পর্শকাতর স্থান হওয়ায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এক পর্যায়ে পুলিশের কথা না মানলে পুলিশ অ্যাকশনে যায়। পুলিশের কয়েকটি টিম এসে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। যদিও বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!