সিঙ্গাপুরফেরত ৫ জঙ্গির ৭ দিনের রিমান্ডে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০১৬, ০৬:৩৭ পিএম
সিঙ্গাপুরফেরত ৫ জঙ্গির ৭ দিনের রিমান্ডে

সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক সিঙ্গাপুরফেরত ৫ জঙ্গির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মনসুর আলী আরিফ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক ১৩ জনের মধ্যে পাঁচ জনকে দেশে ফেরত পাঠিয়েছিল সিঙ্গাপুর। তাদের মঙ্গলবার গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। ঢাকায় গ্রেপ্তারকৃতরা হলেন- মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), মিয়া পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)। তারা গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছান।

তবে সিঙ্গাপুর পুলিশ বলছে, সন্দেহভাজন হিসেবে প্রথমে ১৩ জনকে আটক করা হলেও ওই পাঁচজনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!