কিশোরগঞ্জের দুই রাজাকারের বিচার শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০১৬, ০৫:৫৪ পিএম
কিশোরগঞ্জের দুই রাজাকারের বিচার শুরু

একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের দু’জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হোসাইন (৫৪) ও কিশোরগঞ্জের মো. মোসলেম প্রধানের (৬৮) বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর নির্দেশ দেন। প্রসিকিউশনের সূচনা বক্তব্য শোনার জন্য ট্রাইব্যুনাল ৫ জুন দিন রেখেছেন বলে প্রসিকিউটর তুরিন আফরোজ জানান।

দুই আসামির মধ্যে কারাবন্দি মোসলেমকে এদিন অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। অন্য আসামি সৈয়দ হোসাইন পলাতক। তিনি যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসান আলীর ছোট ভাই। অভিযোগ গঠনের শুনানিতে অভিযোগ পড়ে শুনিয়ে বিচারক মোসলেমের কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ। এ সময় মোসলেম নিজেকে নির্দোষ দাবি করে সুবিচার চান। শুনানি শেষে আদালত দুই আসামিকে অভিযুক্ত করে বিচার শুরুর সিদ্ধান্ত দেন। আসামিপক্ষে শুনানি করেন আবদুস সাত্তার পালোয়ান।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!