আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: ৬ জনের ফাঁসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩১, ২০১৬, ১২:২৯ পিএম
আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: ৬ জনের ফাঁসি

আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি ও হত্যা মামলায় ১১ আসামির মধ্যে ৬ জনকে ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার সকালে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

গত ২৫ মে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায় প্রকাশের জন্য আজকের দিন ধার্য করেন।

গত বছর ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাতদল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ ৮ জন নিহত হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করে গত বছরের ১ ডিসেম্বর অভিযোগপত্র দেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার সাহা।

মামলার ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার রয়েছেন, তাদের সাতজনই নিষিদ্ধ সংগঠন জামাআ`তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই সাতজন ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আগেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!