ভার্চুয়াল কোর্টে ৯ কর্মদিবসে শিশুসহ ১৭০৫৬ হাজতির জামিন

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১, ০১:৩৫ পিএম
ভার্চুয়াল কোর্টে ৯ কর্মদিবসে শিশুসহ ১৭০৫৬ হাজতির জামিন

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে ভার্চুয়াল কোর্টে গত নয় কর্মদিবসে ১৯০ শিশুসহ ১৭ হাজার ৫৬ হাজতি স্থায়ী জামিন পেয়েছেন।

সোমবার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে তিন হাজার ৬৫২টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং এক হাজার ৮৩৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর নয় কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে ৩০ হাজার ৫০০টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৭ হাজার ৫৬ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট নয় কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিন পাওয়া শিশুর সংখ্যা ১৯০।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি বর্জন করে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি মামলার শুনানি হচ্ছে।

এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন চলমান লকডাউনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা সংক্রান্ত নির্দেশ দেন

সোনালীনিউজ/এমএইচ

Link copied!