স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বাবুল

  • আদালত প্রতিবেদন | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৪:১২ পিএম
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বাবুল

ফাইল ফটো

ঢাকা: স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা মো. বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলেও তিনি জবানবন্দি দেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাজী সাহাব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘পাঁচ দিনের রিমান্ড শেষে বাবুলকে আজ আদালতে নেওয়া হলেও তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। চার ঘণ্টারও অধিক সময় তিনি ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাসকামরায় ছিলেন। কিন্তু, জবানবন্দি দেননি। পরে আদালতে তাকে কারাগারে পাঠান।’

বাবুলের আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাকে বাবুল আক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। বাবুল চার ঘণ্টা ভেতরে ছিলেন। তিনি জবানবন্দি দিয়েছেন কি না, তা আমি জানি না। আজ নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। তিনি যদি জবানবন্দি দিয়ে না থাকেন, তাহলে আমরা পরবর্তীতে তার জামিনের আবেদন করব।’

সোনালীনিউজ/এমএইচ

Link copied!