হোসনি দালানে বোমা হামলা

দুই জনের কারাদণ্ড, খালাস ৬

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১২:১৪ পিএম
দুই জনের কারাদণ্ড, খালাস ৬

হোসেনি দালানে বোমা হামলা মামলা। ফাইল ছবি

ঢাকা : পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলা মামলায় আট আসামির মধ্যে দুইজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি ছয় আসামি খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

এরআগে গত ১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করা হয়। 

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাজিয়া মিছিলে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন।

সোনালীনিউজ/এমটিআই

 

Link copied!