হাইকোর্টে ৩০৫২ নতুন আইনজীবী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৬:২২ পিএম
হাইকোর্টে ৩০৫২ নতুন আইনজীবী

ঢাকা: সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ৩ হাজার ৫২ জনকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ৩ হাজার ৫২ জনকে আইনজীবীকে হাইকোর্ট বিভাগে প্রাক্টিস করার অনুমতি পেয়েছেন।

গত ২৪ জুন থেকে ২ জুলাই লিখিত পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। তার আগে গত ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হলেও হাইকোর্টে প্রাক্টিস করতে ফের পরীক্ষায় দিতে হয় তাদের। লিখিত ও ভাইভা পরীক্ষায় পাস করলে তবেই হাইকোর্টে প্রাক্টিসের অনুমতি মেলে।

সোনালীনিউজ/আইএ

Link copied!