রায় ফাঁস মামলায় সাকার স্ত্রী-ছেলে খালাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৬, ০১:৪৭ পিএম
রায় ফাঁস মামলায় সাকার স্ত্রী-ছেলে খালাস

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের অভিযোগে দায়ের মামলায় বেকসুর খালাস পেয়েছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

এ  মামলায় অন্য আসামি সাকার আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামকে ১০ বছর, ফারুক হোসেন ও নয়ন আলী, মাহবুব আলম ও মেহেদি হাসানকে সাত বছরে কারাদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৪ আগস্ট উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল ১৪ আগস্ট রায়ের দিন ধার্য করেছিলেন। পরে তা পিছিয়ে ২৮ আগস্ট রায় ঘোষণার নতুন দিন ধার্য করেন। কিন্তু সেদিনই  রায় ঘোষণার দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বর  দিন ধার্য করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!