প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৬, ০৫:৫৭ পিএম
প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম তৌহিদুল ইসলাম (২৮)। তিনি গাজীপুর মহানগরীর চান্দনা পূর্বপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
 
আদালত সূত্র জানায়, গাজীপুর মহাগরীর চান্দনা পূর্বপাড়া এলাকার এক বাকপ্রতিবন্ধী নারীর (২৫) সঙ্গে তৌহিদুল ইসলাম প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২০১২ সালের ১ সেপ্টেম্বর ও বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন তৌহিদুল। এতে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে একই বছরের ২১ নভেম্বর চিকিৎসার কথা বলে তাকে নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে গর্ভপাত ঘটায়।
 
২০১৩ সালের ২৫ জানুয়ারি ওই নারীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় তৌহিদুলসহ চারজনকে আসামি করে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে তৌহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে আজ উক্ত আদেশ দেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!