সোনা চোরাচালান : মালয়েশীয় নাগরিকের কারাদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০১৬, ১০:১০ পিএম
সোনা চোরাচালান : মালয়েশীয় নাগরিকের কারাদণ্ড

ঢাকা : সোনা চোরাচালান মামলায় রাজা বাসনিলা বিনতি রাজা মালেক (৫৪) নামের মালয়েশিয়ান এক নাগরিককে ১৪ বছর কারাদণ্ড। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান রায় ঘোষণা করে ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৮ অক্টোবর মালয়েশিয়ান এয়ারলাইনসে বাংলাদেশ আসেন রাজা বাসনিলা বিনতি রাজা মালেক নামে ওই মালয়েশিয়ান নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেলে তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে শুল্ক বিভাগের নারী সদস্যরা বাসনিলার শরীরে তল্লাশি চালিয়ে সোনার ছয়টি বার উদ্ধার করেন। যার প্রতিটি বারের ওজন ছিল এক কেজি।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব এ খোদা বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বাসলিনার বিরুদ্ধে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালকুদার আদালতে অভিযোগপত্র দেন। ওই বছরের ১১ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলায় সাক্ষ্য দিয়েছেন ১০ জন।

আইনজীবী সালাহউদ্দিন বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে ওই নারী কিংবা তার আইনজীবী কিছু জানাননি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!