সাঁওতালদের হাতকড়া খুলে দেয়ার নির্দেশ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৬, ০২:৪০ পিএম
সাঁওতালদের হাতকড়া খুলে দেয়ার নির্দেশ

গাইবান্ধায় নির্যাতনের শিকার চিকিৎসাধীন অবস্থায় আটক তিন সাঁওতালের হাতকড়া খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তাদের হাতকড়া পরানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত।

সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে একই বেঞ্চে এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া একটি রিট আবেদন দায়ের করেন।

হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন সাঁওতালদের ছবি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে ওই রিট আবেদন করা হয়।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হন চরণ সরেন, বিমিল কিছকু ও দ্বিজেন টুডু।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!