খাদিজা হত্যাচেষ্টা: বদরুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৬, ০১:২২ পিএম
খাদিজা হত্যাচেষ্টা:  বদরুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত এ চার্জশিট গ্রহণ করেন।

আদালতের শিক্ষানবীশ আইনজীবী রশিদুল ইসলাম রাশেদ জানান, আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার্জশিট গ্রহণ করেন। বিচার শুরুর জন্য আগামী ২৯ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য্ করেছেন আদালত।

এর আগে গত ৮ নভেম্বর খাদিজা হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

গত ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। এ ছাড়া ঘটনার পর শাবি থেকে চিরতরে বহিষ্কার করা হয় বদরুলকে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!