সাজার বিরুদ্ধে আপিল করলেন এমপি বদি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৬, ০২:৫৭ পিএম
সাজার বিরুদ্ধে আপিল করলেন এমপি বদি

ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের দায়ে আদালতের দেয়া সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি। মঙ্গলবার (১৫ নভেম্বর) আপিল আবেদনের বিষয়টি বদির আইনজীবী নাসরিন সিদ্দিকী লীনা নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন জমা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দারের আদালত আবদুর রহমান বদির ৩ বছরের কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেয়া হয়।

মামলায় উল্লেখ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষেতে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন।

এর আগে ২০১৫ সালের ৭ মে দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে চার্জ গঠন করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!