চকরিয়ায় বোন হত্যায় ভাইয়ের মৃত্যুদণ্ড

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০১৬, ০৩:৩৩ পিএম
চকরিয়ায় বোন হত্যায় ভাইয়ের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বড় বোনকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন (৩৬) মায়ের মৃত্যুর মিথ্যা তথ্যে জামিন নিয়ে সাত বছর ধরে পলাতক। প্রাণদণ্ড ছাড়াও আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানিয়েছেন।

২০০৮ সালের ২৬ নভেম্বর চকরিয়ার উমাখালী এলাকায় ভাগ্নের সঙ্গে ঝগড়ার জের ধরে বড় বোন জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করেন নুরুল আমিন। এ ঘটনায় জাহানারার মেয়ে কোহিনূরের করা মামলায় গ্রেপ্তার হন তিনি।

পরে মা রাবেয়া বেগমের মৃত্যুর তথ্য দিয়ে কক্সবাজার জেলা জজ আদালত থেকে ২০০৯ সালে জামিন পান তিনি। মামলাটি ২০১৪ সালে বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। গত বছরের ১৩ অগাস্ট রাবেয়া বেগম চট্টগ্রাম আদালতে সাক্ষ্য দিতে হাজির হলে আসামির জামিন আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রকাশ পায়।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!