অনুমতি ছাড়া দেয়ালে বিজ্ঞাপন

ছয় কোচিং সেন্টারকে জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৭, ১০:৪৯ এএম
ছয় কোচিং সেন্টারকে জরিমানা

ঢাকা : রাজধানীতে ছয়টি কোচিং সেন্টার ও তিনটি রেস্টুরেন্টকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সংবাদ মাধ্যমে পাঠানো এপিবিএন-৫’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ এ অভিযান পরিচালনা করেন। এতে বলা হয়, গতকাল শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর ফার্মগেট এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্যের দেয়ালে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানের প্রচারণা করায় ‘উদ্ভাস কোচিং সেন্টার’ এর ব্যবস্থাপক মো. সাজেদ মন্ডলকে ৪০ হাজার টাকা জরিমানা, একই অপরাধে ‘ইউসিসি’ কোচিং সেন্টারের ব্যবস্থাপক মো. তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা, কিউসিসি কোরিয়ান ভাষা শিক্ষা কোচিং সেন্টারের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীরকে ৫০ হাজার টাকা জরিমানা, বিজয় কোচিং সেন্টারের ব্যবস্থাপক মো. সোহেল রানাকে ১০ হাজার টাকা জরিমানা, গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মো. ইব্রাহীম আলমকে ৫০ হাজার টাকা জরিমানা, স্কলারস কোচিং সেন্টারের ব্যবস্থাপক মো. আলিমুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা, তাদের অপরাধ স্বীকার করলে দেয়াল লিখন (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর ৩ ধারা ভঙ্গের কারণে সর্বমোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে ফার্মগেটে বেবি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বিক্রির অপরাধে এর ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা এবং চাইনিজ নিউ প্লাজার ব্যবস্থাপক মো. শাহ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা, কাকুর চিকেন হোটেলের ব্যবস্থাপক মো. ছায়েদুর হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ। ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সাইদুর রহমান।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!