আদালতে নেয়া হচ্ছে ‘ইসলাম বিতর্ক’ বইয়

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৬, ০১:৪০ পিএম
আদালতে নেয়া হচ্ছে ‘ইসলাম বিতর্ক’ বইয়

সোনালীনিউজ ডেস্ক

ইসলাম ধর্ম সম্পর্কিত একটি বই নিয়ে আপত্তি ওঠার পর ওই বইটির প্রকাশকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন চাওয়া হবে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে একুশে বইমেলায় ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে প্রকাশিত বইয়ের প্রকাশনা স্টলটি বন্ধ করে দেয় বাংলা একাডেমী কর্তৃপক্ষ। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

তাদের আজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন চাওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। সোমবার বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে বইটিতে ইসলাম ধর্ম এবং নবী মোহাম্মদ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য রয়েছে জানতে পেরে তারা দ্রুত এর প্রকাশনা সংস্থা ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধের সিদ্ধান্ত নেন।

স্টল থেকে বেশ কিছু বইও জব্দ করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন, বইটিতে ইসলামের নবী সম্পর্কে এমন কুৎসিত ও জঘন্য কথাবার্তা রয়েছে যে এই ব্যবস্থা না নেওয়া হলে বই মেলাটি চালিয়ে যাওয়া সম্ভব হতো না।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!