আ. লীগ নেতাসহ দুই খুন: ৬ জনের ফাঁসি

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০১৭, ০৪:৪০ পিএম
আ. লীগ নেতাসহ দুই খুন: ৬ জনের ফাঁসি

ঢাকা: রাজধানীর কদমতলী থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হারুন হত্যা মামলায় ছয়জনের ফাঁসির আদেশে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ মে) ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ জাহিদুল কবীর এ রায় দেন। মামলাটির আরো দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রায়হান খোকন, জাকির হোসেন, মো. জাভেদ, আরিফ হোসেন, জুম্মন ও হীরা। এদের মধ্যে রায়হান ও হীরা পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শরিফুল ইসলাম ও আমির হোসেন। এছাড়া খালাস পেয়েছেন চারজন। তারা হলেন- শাহ আলম, শফিকুল আলম, ইমন ও মিলন।

২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানী কদমতলী থানার কাকলী ক্লাবের কাছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হারুনুর রশিদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ঘটনার পরদিন নিহত মোহাম্মদ উল্লার স্ত্রী কোহিনূর বেগম কদমতলী থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই বছরের ৩১ অক্টোবর ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১২ সালে ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!