জামিন পেলেন সেন্ট্রাল হাসপাতালের পরিচালক

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৭, ০৯:৪৭ পিএম
জামিন পেলেন সেন্ট্রাল হাসপাতালের পরিচালক

ঢাকা: চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এ এম কাশেম জামিন পেয়েছেন।

শুক্রবার (১৯ মে) ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে হাসপাতালের পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার আসামিরা হলেন- অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম এ কাশেম।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!