বিসিবির গঠনতন্ত্রে ক্রিয়া পরিষদে হস্তক্ষেপ নয়: আপিল বিভাগ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ০১:২৪ পিএম
বিসিবির গঠনতন্ত্রে ক্রিয়া পরিষদে হস্তক্ষেপ নয়: আপিল বিভাগ

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্রে জাতীয় ক্রিয়া পরিষদে হস্তক্ষেপ করতে পারবে না মর্মে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে জাতীয় ক্রিয়া পরিষদের করা আপিলের শুনানী করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ বুধবার (২৬ জুলাই) সকালে এ আদেশ দেন।

আদালত রায়ের পর্যবেক্ষনে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা নিজেদের হাতে থাকলে বিসিবি আরো স্বায়ত্ব শাসিত হবে। এটি সংঘবদ্ধ হবে, শক্তিশালী হবে।

২০১৩ সালে বিসিবির গঠনতন্ত্র সংশোধণ করতে জাতীয় ক্রিয়া পরিষদের কাছে পাঠানো হয়। তারা কয়েকটা অনুচ্ছেদ সংশোধন করে অনুমোদন দেয়। এবং বলে যে এই গঠনতন্ত্রে সংশোধনে বিসিবির হাত থাকবে না। আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন দুইজন ক্রিকেট অনুরাগী। শুনানী শেষে আপিল বিভাগ এ আদেশ দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!